জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা


এন আই মানিক, জলঢাকা (নীলফামারী) থেকে: গত মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সময় বালা গ্রাম ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভিজিএফ এর ৫০০ কার্ডের দাবি করে বিএনপি নেতা ফিরোজুল হক সেবু চৌধুরী,ফয়জুল হক (ফজু) এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মুহিত এর নেতৃত্বে অজ্ঞাত ৪০-৫০ জন নিয়ে প্যানেল চেয়ারম্যান সহ ইউপি সদস্য সদস্যদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্যানেল চেয়ারম্যান মোছাঃকহিনুর বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোশফিকুর রহমান (ফিকু) ইউ পি,৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রেবেকা এর স্বামী রবিউল ইসলাম তারেক প্রমুখ।