নাটোর প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিন পালিত হয়েছে নাটোরে। সোমবার সকাল থেকে বাস টার্মিনালগুলো থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যেতে দেখা যায়নি। আন্তঃজেলা পরিবহনের দুই একটি বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। লেগুনাসহ ছোট ছোট যানবাহনে চেপে বেশী অর্থ ও সময় ব্যায় করে গন্তব্যে যাচ্ছেন কর্মজীবিরা। শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর শহরে র্যাব, বিজিবি ও পুলিশের সদস্যদের টহল দিতে দেখা গেছে। এদিকে হরতালের সমর্থনে নাটোরের সিংড়ার শেরকোল নামক স্থানে ভোরে মিছিল করে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।