‘দাগী’ শুটিংয়ে নিশোর নায়িকা সুনেরাহ


রাপ্র ডেস্কঃ দুই নায়িকা নিয়ে ‘দাগী’ সিনেমার শুটিং শুরু করেছেন আফরান নিশো। কথা ছিল আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সিনেমাটির শুট শুরু হবে কিন্তু নানা জটিলতায় সেটা সম্ভব না হওয়ায়; অনেকেটাই গোপনে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট প্রমোর দৃশ্যধারণ শুরু হয়েছে।

এনটিভি অনলাইন ৩০ অক্টোবর প্রথম জানিয়েছিল, ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘দাগী’ সিনেমায় নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। তিনি ছাড়াও আরও এক নায়িকাকে দেখা যাবে এই সিনেমায়। সেই নায়িকা সুনেরাহ বিনতে কামাল। সুনেরাহ এর আগে ‘ন ডরাই’ ও ‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করেছেন। তবে তিনি বর্তমানে ব্যস্ত ছিলেন একাধিক নাটকের শুটে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এখনই এই সিনেমা নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে চায় না। প্রতিষ্ঠানটির ভাষ্য, সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে সিনেমাটির ব্যাপারে।

‘দাগী’ মুক্তি পাবে ২০২৫ সালের ঈদুল ফিতরে।