নবাবি কায়দায় পা তুলে শুয়ে আছে রোনভ, ছেলেকে প্রকাশ্যে আনলেন জিৎ


টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ গত বছর ১৬ অক্টোবর দ্বিতীয়বার বাবা হয়েছেন। মেয়ে হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হয়েছেন জিৎ ও তার স্ত্রী মোহনা। ছেলের জন্মের পর প্রায় ৮ মাস কেটে গেলেও তাকে আড়ালেই রেখেছিলেন তিনি। ছেলের নাম রেখেছেন রোনভ। তবে সিনেমা ‘বুমেরাং’ মুক্তি পেতেই ছেলেকে প্রকাশ্যে আনলেন এ অভিনেতা।

জিতের পৃথিবী মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত। কোনো রকম সিনেমার পার্টি কিংবা প্রিমিয়ার, কোথাও দেখা যায় না এ অভিনেতাকে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। নিজের পরিবারের নতুন সদস্যকে যে কিছুটা রেখে ঢেখেই প্রকাশ্যে আনবেন তেমনটাই সবাই মনে করেছিল।