
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নজরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন। পথে পুকুর থেকে মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে নজরুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন।
খানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।গত এক সপ্তাহে জেলায় অবৈধ পুকুর খননের মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় দুই শিশুসহ মোট চারজন নিহত হলো।