
মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মৎস সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মো. শরীফ উল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রায়হান কবির, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজনিন আরা খাতুন প্রমূখ।
এর আগে উপজেলা চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অতিথিরা। আলোচনা সভা শেষে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের মাঝে বিভিন্ন প্রজাতির মাছ চাষে সফল হওয়ায় ৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।