পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য (পক্ষে), উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আইনজীবী সমিতি, শিব্সা সাহিত্য অঙ্গন, অনির্বাণ লাইব্রেরী, বনানী সংঘ, পাইকগাছা প্রেসক্লাব, বিএনপি ও অঙ্গসংগঠন, ষোলআনা ব্যবসায়ী সমিতি, হাটার সাথী সংগঠক, চতুস্কোন, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, পৌরসভার ৩নং ওয়ার্ডবাসী, বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন রাজনৈতিকদল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

রোববার সকালে প্রভাত ফেরী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে মহান একুশের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

 

উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি (তদন্ত) আশরাফুল আলম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস প্রমখ।