পাবনার আটঘরিয়ায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ক্ষেত বাম্পার ফলনের সম্ভাবনা


আফতাব হোসেন: পাবনার আটঘরিয়ায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। এবারের এখানে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।আটঘরিয়ায় এবার সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ ও কৃষক। হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে উপজেলার বিস্তীর্ণ মাঠ। শীতের সকালে রোদের ঝিলিক আর বাতাসে সরিষা ফুল দুলে উঠছে। যেন দিগন্ত জোড়া হলুদের বিছানা।

 

গত বছরের চেয়ে এবার ভালো ফলন পাবেন বলে কৃষক আশাবাদী। চলতি মৌসুমে আটঘরিয়া উপজেলায় ৫ হাজার ৬৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে বলে জানা গেছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৬৪১ মে.টন। উপজেলার মাজপাড়া ইউনিয়নের কালামনগরের কৃষক গোলাম মওলা, একদন্ত গ্রামের কৃষক মতিউর রহমানসহ অন্যরা  জানান, রবিশস্যের মধ্যে সরিষার আবাদ অপেক্ষাকৃত সহজ। এক বিঘা জমিতে সাত থেকে আট মণ সরিষা হয়।

 

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার ফলন প্রত্যাশিত হওয়ার আশা করছেন চাষিরা। অনেক জমিতে চাষ ছাড়াই সরিষা বপন করা হয়েছে। জমি থেকে পানি নেমে যাওয়ার সাথেসাথে কাঁদার উপর সরিষার দানা বপন করা হয়েছে।