পুঠিয়ায় ট্রাকের চাপায় ভ্যান আরহী নিহত ১


পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার গাওপাড়া ঢালানে ট্রাকের চাপায় চার্জর ভ্যান আরহী সুম্মিতা কর্মকর (৩৬) নিহত হয়েছে। এ ঘটনায় সঙ্গে থাকা আরো ৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার গাওপাড়া সেনভাগ স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর এলাকা থেকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ম্যাচপাড়া বিয়ের দাওয়াত খেতে ব্যাটারী চালিত ভ্যান যোগে গাওপাড়া সেনভাগ স্কুলের সামনে পৌছালে পেছন থেকে আসা নাটোরের দিকে থেকে আসা রাজশাহী গামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১২১০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাটোর সদরের শ্যমল কর্মকরের স্ত্রী সঞ্চিতা কর্মকর মৃত্যু বরণ করেন। আহত হয় নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর এলাকার আকছেদ আলী (৪৫), মনিষা রানী (৩৭), রত্না রানী (২৫), সুজিত (৩) এবং সুপ্রিয়া রানী (১২)। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক জানায়, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে এবং ৫ জন আহত হয়েছে। পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।