চারঘাট প্রতিনিধি: রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পলাশবাড়ী গ্রামের মোঃ আলাল মন্ডল এর মেয়ের নামিয় দলিলি সম্পতিতে হাসুয়া, রামদা, চাইনিচ কুড়াল, গাছ কাটা করাত ও দেশীও কোড়াল নিয়ে সন্ত্রাসী কায়দায় ৩৩টি আমগাছ, ১৫টি মেহেগুনী ও ৩৫টি কলাগাছ সহ ৩৫ শতাংশ জমিতে থাকা কাঠ ও ফলোজ মোট ৮৩টি গাছ কেটে সাফ করে ফেলেছে যাহাতে প্রায় ১,৫০,০০০/- টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। পুঠিয়া থানা জিডি সূত্রে যানা যায়- গত ১৪/১০/২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় সন্ত্রাসী কায়দায় (০১) মোঃ আবু তালেব, পিতা- মৃত জেকের আলী, (০২) আবু কালাম (০৩) চারু মোহাম্মদ উভয়ের পিতা- মৃত জেকের আলী, (০৪) মোঃ নাদিম, পিতা- মোঃ ওমর (০৫) মোঃ আব্দুল গণি (০৬) মোঃ জয়নাল (০৭) মোঃ মোস্তফা (০৮) মোঃ সাগর সহ আরো অজানা ক্যাডার বাহিনী এই কাজে অংশ নেয়। এই বিষয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যাহার জিডি নং- ৬২৩।