পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক বাছেদ আলী (৭০) নিহত হয়েছে। বুধবার সকালে পুঠিয়া উপজেলা সদরে মহিলা ডিগ্রী কলেজের সমনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের সামনে রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোর গামী যাত্রীবাহী বাস পথের সাথী ( ঢাকা মেট্রো-ব-১৪-৪৬০৩) এর ধাক্কায় সিমেন্ট বাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক বাছেদ আলী রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার ওসি জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তারপর বিস্তারিত বলতে পারবো।