পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রেসক্লাবে সুন্দর সুষ্ঠু আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিজয় ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বজলুর রশিদ নির্বাচিত হন। শুক্রবার সকালে পুঠিয়া উপজেলা প্রেসক্লাবে এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ভোট গ্রহণ করেন বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
এই নির্বাচনে ১৪ জন ভোটারের মধ্যে ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। ভোট গ্রহণ শেষে নির্বাচন অফিসার অধ্যক্ষ মোঃ আবুল কালাম ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় ঘোষ ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ সভাপতি পদে এ এস সুমন ৯ ভোট, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বজলুর রশিদ ৮ ভোট, কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম ৪ ভোট, নির্বাহী সদস্য পদে মিলন সরকার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়।
সহ সভাপতি পদে এ এস সুমন ৯ ভোট তার নিকতম প্রতিদ্বন্দি মোহাম্মদ বজলুর রশিদ ২ ভোট, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বজলুর রশিদ ৮ ভোট তার নিকতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মাদ আলী ৩ ভোট, কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম ৪ ভোট তার নিকতম প্রতিদ্বন্দি মিলন সরকার ২ ভোট এএস সুমন ২ ভোট এবং মোহাম্মাদ আলী ১ ভোট পান। নির্বাহী সদস্য পদে মিলন সরকার ৬ ভোট তার নিকতম প্রতিদ্বন্দি শফিকুল ইসলাম ২ ভোট নজমুল ইসলাম ঠান্টু ১ ভোট সোহানুর রহমান ১ ভোট এবং খান মামুন ১ ভোট পান।
মজার বিষয় হল কেউ কারো উপর প্রতিদ্বন্দ্বী ছিলেন না। তারা সাবাই সবার প্রতিদ্বন্দি। কিন্তু সদস্যরা তাদের ইচ্ছেমত প্রার্থীদের ব্যালোট পেপারে ভোটের মাধ্যমে ভোট প্রদান করেন।
সভার শুরুতে সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন- সকল সদস্যদের আবেদন, পত্রিকার পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র এবং এক কপি ছবি সংগ্রহ করা হয়েছে বলে জানান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রশিদ। প্রথমে বক্তব্য রাখেন বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি নাজমুল হক, তিনি আগামী শুক্রবার ভোট গ্রহণের জন্য মতামত প্রদান করেন। দ্বিতীয়ত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোহাম্মাদ আলী তিনি আজকেই ভোট গ্রহনের দাবী করেন এবং সিলেকশনের মাধ্যমে। সে সময় বাকি ৯ জন ব্যলোটের মাধ্যমে ভোট নেওয়ার দাবী করেন। এরপর সভার সকলের সম্মতিক্রমে ২ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা নিয়োগের দাবী করেন।
সে সময় সভাপতি/সম্পাদকের স্বাক্ষরিত পত্র দিয়ে অধ্যক্ষ মোঃ আবুল কালাম ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম কে ভোট গ্রহনের অনুরোধ করা হলে। তারা এসে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।