পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরবর্তী নব নির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলা প্রেসক্লাবে এই সভার আয়োজন করা হয়।
সভাপতি বিজয় ঘোষ বলেন, আমাদের প্রেসক্লাবে এমন একটি নির্বাচন করা হয়েছে। যা অন্যরা অনুসরণ করবে। কারণ এই নির্বাচনে কেউ কোন সদস্য একক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নি। কিন্তু সবাই সবার প্রতিদ্বন্দ্বি। কোন প্রার্থী ভোট চাওয়ারও সুযোগ পায় নি। সদস্যরা যাকে পছন্দ করেছে তারা তাকে ভোট দিয়েছে। যা সুন্দর প্রক্রিয়া। এই জন্য ভোটের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়।
সাধারণ সম্পাদক মোহাম্মাদ বজলুর রশিদ বলেন, নির্বাচনে জয়ী হতে না পেরে কেউ কেউ মিথ্যা প্রপাগণ্ডা ছড়ানোর চেষ্টা করছেন। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
সভায়, বহু কাঙ্খিত নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত, ভোট প্রদানকারী সদস্য এবং ভোট গ্রহণকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও রফিকুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানানো হয়।
এছাড়া নির্বাচনের পরে সদস্য মোহাম্মদ আলী প্রেসক্লাবের সদস্য পদ থেকে পদত্যাগের জন আবেদন পত্র দান প্রসঙ্গে সভায় উপস্থাপন করা হলে, উপস্থিত সদস্যবৃন্দ তার পদত্যাগের বিষয়ে কোন সিদ্ধান্ত না নিয়ে বলেন; এই বিষয়টি পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় ঘোষ (দৈনিক আলোকিত বাংলাদেশ)। এতে আরো উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সধারণ সম্পাদক বজলুর রশিদ (দৈনিক ভোরের দর্পণ/দৈনিক আমাদের রাজশাহী), কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (দৈনিক জনদেশ), নির্বাহী সদস্য মিলন সরকার (দৈনিক চলনবিলের খবর), সদস্য অজয় ঘোষ (দৈনিক ভোরের আকাশ/বাংলা টিভি), জিয়াউল ইসলাম নোমান (দৈনিক প্রান্তজন), নাজমুল হক (বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম), সালাউদ্দিন সরকার (দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট) সহ সদস্য প্রমুখ।#