পুঠিয়া হিন্দু কল্যান ও সংস্কার সমিতির সভা অনুষ্ঠিত


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী পুঠিয়া হিন্দু কল্যান ও সংস্কার সমিতির সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৫ টার দিকে পুঠিয়া গোবিন্দ মন্দির প্রাঙ্গনে পুঠিয়া হিন্দু কল্যান ও সংস্কার সমিতি এই সভার আয়োজন করে।
সভায় সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার ও কোষাধাক্ষ সাধন কুমার সরকার সম্প্রতি অনুষ্ঠিত্ব বাসন্তী পুজা-২০২৫ এর আয়, ব্যয় উপস্থাপন করেন। এ সময় তারা বলেন এই পুজা আয়োজনে মোট আয় হয় ৪ লাখ ১৬ হাজার ২ শত ৫৪ টাকা। আর ব্যয় হয় ৩ লাখ ৫৪ হাজার ৬ শত ২৭ টাকা। স্থিতি থাকে ৬১ হাজার ৬ শত ২৭ টাকা। এছাড়া ৩১৫ কেজি চাউল সহ অন্যান্য দ্রবাদি অবশিষ্ট আছে।
এ সময় বক্তারা বলেন বিগত বছর গুলোতে পুর্জায় লোকশান ছাড়া, কোন সঞ্চয় রাখতে পারেনি। বর্তমান কমিটি দায়িত্ব গ্রহনের পর এই প্রথম পুজা সুষ্ট ভাবে সম্পন্ন করে টাকা উদ্বত্ত সঞ্চয় থাকায় সকল সদস্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
তবে বর্তমান কমিটি ৫ মাস পূর্বে দায়িত্ব গ্রহনের পর থেকে বিভিন্ন পুজা সুষ্ট ভাবে অনুষ্ঠাদি পরিচালনা করে আসছে। বর্তমানে এই কমিটি দায়িত্ব গ্রহনের পর প্রায় লক্ষাধিক টাকা সঞ্চয় রাখতে সক্ষম হয়। কিন্তু বিগত কমিটি কয়েক বছর দায়িত্ব পালন করে মাত্র ১৭ শত টাকা জমা রেখে গেছেন। তবে কিছু স্বার্থনাসী ব্যাক্তি তাদের স্বার্থ হাসিলের জন্যে বর্তমান কমিটির বিভিন্ন নেতাদের বিভিন্ন ভাবে হুমকি ও ধামকি দিয়ে আসছে। এ ব্যাপারে কমিটির সাধারণ সম্পাদক ইতিমধ্যে পুঠিয়া থানায় একটি জিডিও করেছেন। এ ঘটনায় উপস্থিত সদস্যরা নিন্দা প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া হিন্দু কল্যান ও সংস্কার সমিতির সভাপতি গুরুপ্রসাদ দাস। এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা স্বপন কুমার নিয়োগী, অধ্যাপক শ্যামল সরকার, সহ-সভাপতি অলক চন্দ্র ঘোষ, পিষুষ কুমার দাস, অনিল কুমার মন্ডল, অলোক সরকার, দিলীপ মহন্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, মিলন কুমার সরকার, কোষাধাক্ষ সাধন কুমার সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতশ্রী সরকার, সহ দপ্তর সম্পাদক রিপন কুমার মহন্ত, সহ ধর্ম বিষক সম্পাদক উত্তম কুমার চক্রবর্ত্তি প্রমুখ।