
বুধবার বেলা ১২ টার সময় উপজেলার ছুটিপুর বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছুটিপুর গ্রামের সমসের সোনার মাষ্টারের সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য মাওয়লা বকশো, আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন, হাসিবুর রহমান, সুজন আলী, আব্দুর রাজ্জাক, মাইনুল ইসলামসহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তরা বক্তব্যে বলেন, ছুটিপুর গ্রামের মাদক সেবী তোতা মিয়া মাদক সেবন করে মাঝে মধ্যেই মারপিটের ঘটনা ঘটিয়ে থাকে তার জন্য এলাকায় মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এর বিরুদ্ধে ডাঃ আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ মাদক নির্মূলে প্রশাসনের কাছে জোর দাবিও জানান বক্তারা ।