পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদের পুঠিয়া উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কার্ত্তিকপাড়া বাজারে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপির নেতা আসাদ্দুজামান মোঃ আবু হায়াত। এ সময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পুঠিয়া উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী, সধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সরকার, মোঃ আবু হানিফ, মৃনাল কুমার গোস্বামী, মোঃ মোজাম্মেল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
সভায় মোঃ লুৎফর রহমানকে সভাপতি, মোঃ রিয়াজুল হককে সাধারণ সম্পাদক, গৌতম কুমার চক্রবর্ত্তীকে সাংগঠনিক সম্পাদক এব সুভ্রান্ত কুমার সাহাকে প্রচার সম্পাদক করে কমিটি গঠন করা হয়।