রাবিতে সাধারণ কর্মচারীদের সাথে উপ-উপাচার্য’র মতবিনিময়


রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ কর্মচারীদের সাথে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন বুধবার মতবিনিময় করেছেন। এদিন দুপুর ১২টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এই মতবিনিময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় উপ-উপাচার্য (প্রশাসন) সংশ্লিষ্ট সাধারণ কর্মচারীদের দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত হন। এসময় কর্মচারীরা তাদের দায়িত্ব পালনে প্রাসঙ্গিক কিছু সমস্যার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে উপ-উপাচার্য (প্রশাসন) সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। উপ-উপাচার্য সাধারণ কর্মচারীদের প্রদত্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান।