শাহজাদপুর বণিক সমিতি’র সাথে বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময়


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বনিক সমিতি’র নেতৃবৃন্দর সাথে শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় শাহজাদপুর বনিক সমিতি’র সভাপতি হাজী হায়দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবীন আকন্দর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড.এমএ মুহিতের ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আল-মামুন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,পৌর বিএনপি’র সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী,রওশন আলী রোসনাই,উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ আল আমিন হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন দেশের বর্তমান চলমান অবস্থায় আপনাদের কোন ভয় বা ভিতি হবার কোন কারণ নেই বিএনপি’র প্রতিটি নেতাকর্মীরা আপনাদের পাশে আছি এবং থাকবে, যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। সভায় উপজেলা বণিক সমিতির সকল ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।