শিবগঞ্জে আশ্রয়ণ ঘরের অবৈধ সীমানা প্রাচীর গুড়িয়ে দিল প্রশাসন


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরের পাশে অবৈধভাবে নির্মাণ করা সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে প্রশাসন। রোববার দুপুরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী পূর্বপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। এর আগে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন আশ্রয়ণ প্রকল্পের ঘরের অপর সুবিধাভোগী মাজকুরা বেগম। অভিযোগে জানা গেছে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী পূর্বপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প ঘরের সুবিধাভোগী আসনারা খাতুনের ছেলে আহসান হাবিব উত্তর হরিপুর মৌজায় ২০২ নম্বর দাগে ১ নম্বর খাস খতিয়ানে অবৈধভাবে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করেছিল। ফলে জনসাধারণের যাতায়াত বন্ধ হয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে সীমানা প্রাচীর গুড়িয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।