সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ঘোষণা দিয়েছেন। সেই পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট রাজশাহী বিনির্মাণে বিশেষজ্ঞদের অংশগ্রহণে ছয় দিন্যাপী কর্মশালার মাধ্যমে সমন্বিত পরিকল্পনায় ২০টি প্রকল্পের ১৬২টি ইনিশিয়েটিভ ডিজাইন করা হয়েছে। অগ্রাধিকার নির্ধারণ করে উদ্যোগ সমূহ বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে প্রথম সভা অনুষ্ঠিত হলো। আগামীতে আরো সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
সভায় স্মার্ট রাজশাহী সিটি বিনির্মানে সমন্বিত পরিকল্পনার পরবর্তী ধাপ সমূহ ও বিভিন্ন কমিটি গঠন সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এর চীফ ই-গভর্নেন্স ড. ফরহাদ জাহিদ শেখ। তাঁর সঙ্গে ছিলেন এটুআই এর সার্ভিস ডিজাইন এনালিষ্ট ইঞ্জিঃ মো. গোলাম ছারওয়ার ও ডিএসডিএল কো-অর্ডিনেটর আশিকুল আজীজ শেখ।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, সহকারী প্রোগ্রামার মোঃ রেজওয়ানুল হুদা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নির্দেশিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট রাজশাহী সিটি রুপান্তরের লক্ষ্যে ০৮ আগস্ট ২০২৩ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশন এবং এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ই অক্টোবর হতে ১৯ অক্টোবর ২০২৩ তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ৬ দিনব্যাপি ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’এ রাজশাহী মহানগরীর সকল সেবা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও রাজশাহীর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও দেশের প্রথিতযশা প্রকৌশলী, জনপ্রতিনিধি নিয়ে স্মার্ট রাজশাহী সিটির সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই সমন্বিত পরিকল্পনায় ২০টি প্রকল্পের ১৬২টি ইনিশিয়েটিভ ডিজাইন করা হয়েছে।