

মঙ্গলবার (২৯ জুলাই) ইকুয়েডরের এস্তাদিও দে লিগা দেপোর্তিভো ইউনিভারসিতারিয়ায় কোপা আমেরিকা ফেমিনিনা ২০২৫-এর সেমিফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫–৪ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া নারী দল। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য।
এই জয়ের মাধ্যমে কলম্বিয়া নারী দল ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেল।
নির্ধারিত সময়ের খেলায় শুরু থেকেই দাপট দেখায় কলম্বিয়া। ৬২ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নেয় তারা, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। আর্জেন্টিনা নেয় ১০টি শট, যার ৩টি ছিল অন টার্গেট। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দল।
টাইব্রেকারে দুই দল প্রথম পাঁচ শটে ৪টি করে গোল করে। আর্জেন্টিনার পক্ষে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো, সোপিয়া ব্রাউন, আলদানা কমেত্তি ও কিশি নুনেজ গোল করলেও তৃতীয় শটে ব্যর্থ হন পাউলিনা গ্রামাগগিলা। কলম্বিয়ার হয়ে কাতালিনা উসমে, জরেলিন কারাবালি, মানুয়েলা পাভি ও লিন্দা কাইসেদো গোল করলেও চতুর্থ শটে মিস করেন মায়রা রামিরেজ।
ষষ্ঠ শটে আর্জেন্টিনার এলিয়ানা স্তাবিলে বল জালে রাখতে ব্যর্থ হন। এরপর কলম্বিয়ার ওয়েন্ডি বোনিলা গোল করে দলকে ফাইনালের টিকিট এনে দেন।
নারী কোপা আমেরিকার ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। কেবল ২০০৬ সালে নিজেদের মাটিতে আয়োজিত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
আগামীকাল (বুধবার) আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ে। সেই ম্যাচের জয়ী দলের বিপক্ষে ২ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।
আর্জেন্টিনা ও ব্রাজিল সেমিফাইনালে উঠায় ‘সুপার ক্লাসিকো’ ফাইনালের সম্ভাবনা জাগলেও আর্জেন্টিনার বিদায়ে তা আর সম্ভব হলো না।