আ.লীগ নেতা আতিকুর রহমান কালুর সহধর্মিণী রুইবাইদা খাতুনের মৃত্যুতে জাসদের শোক 


মো.পাভেল ইসলাম, স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর সহধর্মিণী ও বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিনের মাতা মোসাঃ রুইবাইদা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।
রবিবার (০৮ জানুয়ারি) সকাল ১১ টায় এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,শনিবার(০৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মোসাঃ রুইবাইদা খাতুন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।