
রাপ্র ডেস্কঃ পুজো নিয়ে যত মাতামাতি ততটাই আগ্রহ মহালয়ার ভোরে ছোট পর্দার প্রভাতী অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’ নিয়ে। দুর্গা কে হবেন? প্রত্যেক বছর এই নিয়ে চর্চা শুরু বাঙালি অন্দরমহলে। প্রত্যেকে তাঁর পছন্দের অভিনেত্রীকে দেখতে চান। সেই অভিনেত্রী বড়পর্দার হলে কথাই নেই। যেমন, জি বাংলায় একবার ‘দুর্গা’ রূপে দেখা দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্টার জলসায় প্রায় প্রতি বছরের ‘দুর্গা’ কোয়েল মল্লিক।- আনন্দবাজার।
এ বছরেও স্টার জলসার মহালয়ায় ‘মহিষাসুরমর্দিনী’ কোয়েল। এ ছাড়াও দুর্গার বিভিন্ন রূপে অভিনয় করবেন তৃণা সাহা, হিয়া মুখোপাধ্যায়-সহ অনেকেই। জি বাংলায় যেমন এ বছর ‘দুর্গা’র চরিত্রে ইধিকা পাল। খবর সত্যি হলে অনেক বছর পরে ফের তিনি ছোটপর্দায়। শোনা যাচ্ছে, দুর্গার বিভিন্ন রূপে দেখা যেতে পারে দিতিপ্রিয়া রায়, শ্বেতা ভট্টচার্য, তনিষ্কা তিওয়ারি-সহ ধারাবাহিকের নায়িকাদের।
এই পর্ব মিটতেই নতুন কৌতূহল, তা হলে শিব হবেন কে? কোয়েল এবং ইধিকার বিপরীতে ‘মহাদেব’ চরিত্রে অভিনয়ের সম্ভাবনা কার বেশি?
স্টার জলসায় ইতিমধ্যেই ঘোষিত ‘শিব’-এর নাম। ‘আজকের পরশুরাম’ ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ বসুকে এই ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি প্রকাশ্যে আসা ‘মহিষাসুরমর্দিনী’র প্রচার ঝলকে দেখা মিলেছে ‘শিব’রূপী ইন্দ্রজিৎকে। ‘অন্নপূর্ণা’রূপী তৃণা তাঁকে অন্নদান করছেন। জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে একই চরিত্রে উঠে এসেছে দুই অভিনেতার নাম। তাঁরা জীতু কমল, অভিষেক বসু। উভয়েই একাধিক বার মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে ‘শিব’ হয়েছেন।