
মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে মটর সাইকেল চুড়ির ঘটনায় রাসেল মিয়া (৩৬) ও সবুজ মিয়া (২৬) কে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫ ইং আনুমানিক দুপুর ১২ টার সময় কাশিয়া বাড়ি বেলাল হেসেনের বাড়ির পাশে সড়কে দ্বার করিয়ে বাখা মটর সাইকেলটি চুড়ি হয়ে যায়। পরে মটর সাইকেল মালিক কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ এর ছেলে বাদী হয়ে রৌমারী থানায় অভিযোগ দায়ের করেন। এব্যাপারে রৌমারী থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক তথ্য প্রযোক্তি ব্যাবহার করে মোটর সাইকেল চোরের গতিবিধি সনাক্ত করেন।
পরে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম এস আই তাজুল ইসলামের নেতৃত্বে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাষ্টারবাড়ি এলাকা হতে ১৮অক্টোবর ২০২৫ ইং ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে রাজিবপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের আব্দুল খালেক এর পুত্র সবুজ মিয়া (২৪) ও একই উপজেলার বদরপুর গ্রামের মৃত্যু জিয়ারুল হকের পুত্র রাসেল মিয়া (২২) কে গ্রেপ্তার করে রৌমারী থানায় নিয়ে আসেন। উক্ত চুড়ির মামলায় আরো দুইজন আসামীর নাম থাকলেও তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাকী দুই আসামীরা হলেন, রাজিবপুর উপজেলার রাজিবপুর গ্রামের ইনছান আলীর পুত্র তারেক রহমান (৪০ একই উপজেলার বদরপুর উত্তরপাড়া আশ্রয়কেন্দ্রর হাবিবুর রহমানের পুত্র জসিম উদ্দিন (৩০) এব্যাপারে মটরসাইকেল মালিক রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়া গ্রামের আব্দুল মজিদ,এর ছেলে আবু সাইদ বলেন, রৌমারী থানা পুলিশ অত্যান্ত তৎপর। আমার মোটর সাইকেল চুড়ি হওয়ার ১ মাসের মধ্যে চোরকে গ্রেপ্তারসহ গাড়ী উদ্ধার করতে সক্ষম হয়েছে রৌমারী থানা পুলিশ। তিনি আরো বলেন, পুলিশের এমন আইনি সহায়তা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।