চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি সহ আটক ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার নেয়ামত নগর মহল্লার গ্রীণ ভিউ স্কুলের দক্ষিণে পাঁকা রাস্তার পাশ থেকে জালনোট প্রস্তুত এবং ব্যবসা চক্রের মূলহোতাকে ৭ লক্ষ ৯ হাজার ৫০০ ভারতীয়
জাল রুপি সহ আটক করে র‍্যাব-৫।

আটক কৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর (পারদিলালপুর) গ্রামের মোঃ আজাহার আলী ও মোছাঃ শওকত আরা বেগমের ছেলে মোঃ বশির উদ্দিন (৪৯)। র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল (১৮ মে) বৃহস্পতিবার রাত ১০ টার সময় নিশ্চিত করে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল (১৮ মে) বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী

পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্ব্বে্ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৭,০৯,৫০০ ভারতীয় জাল রুপি (সাত লক্ষ নয় হাজার পাঁচশত),১২০৬০ (বাংলাদেশী নগদ (বারো হাজার ষাট) টাকা, ০২টি মোবাইল ফোন, ০৩টি সীমকার্ড, ৮০০ (আটশত) গ্রাম জাল রুপি তৈরীর গামসহ আসামী মোঃ বশির উদ্দিন (৪৯) কে হাতে নাতে গ্রেফতার করে।

প্রাথমকি জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি ২০১৬ সাল থেকে জালনোট ব্যবসার সাথে জড়িত । তার নামে র্পূবে এ সংক্রান্ত আরো ০৩টি মামলা চলমান রয়েছে।  উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়।