দেশের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে, সীমিত হচ্ছে জীবনযাত্রা: প্রধানমন্ত্রী


বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের প্রভাবে দেশের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে এবং জীবনযাত্রা সীমিত হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের বিএমএ’র রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

এসময় প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সেনাবাহিনী প্রতিটি ক্ষেত্রেই নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করাসহ দেশ-বিদেশে সুনাম অর্জন করছে।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। প্রতিটি দেশে প্রত্যেকেই আমাদের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। যখন এই প্রশংসা আমি শুনি, সত্যিই গর্বে বুক ভরে যায়। কাজেই সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

করোনা পরিস্থিতি কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি, বর্তমানে গোটা বিশ্বের জন্য অত্যন্ত ক্রান্তিকাল যাচ্ছে। বিশেষ করে করোনা ভাইরাসের প্রভাব শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী এর প্রভাব পড়ছে এবং এর ফলে আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে এবং জীবনযাত্রা সীমিত হয়ে যাচ্ছে।’

করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের সেনাবাহিনীর অবদানের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘করোনা মোকাবিলায় আমাদের সেনাবাহিনী সারা দেশের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করাসহ বিরাট অবদান রেখে যাচ্ছে। এটা করতে যেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন। এরমধ্যে কেউ সুস্থ হয়েছেন, কেউ হয়তো মৃত্যুবরণ করেছেন।’

তিনি বলেন, ‘যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’