নলডাঙ্গায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ


নাটোর প্রতিনিধি : নাটোরে নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন” শীর্ষক প্রশিক্ষণ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন)  সারে ১০ ঘটিকায় সময়ে প্রাণি-সম্পদ মিয়লনায়তনের উপজেলা সমাজসেবা কার্যালয় উদ্যোগে “উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকারের সঞ্চালনায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও ) দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান।
এসময়ে আলোচনা হয় দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুপ্ত এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়া। আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব। ঋণ খেলাপী হলে সরকারী ঋণের অনাদায়ী অর্থ আদায়েঔ আইনী পদক্ষেপ নেবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
এসময় উপস্থিত ছিলেন  উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মীসহ ইউনিয়নের গ্রাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ প্রমুখ।