আব্দুল মজিদ, নাটোর সংবাদদাতা : নাটোরে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ ফর লাইফ’। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি এক অসহায় পরিবারের হাতে অটোরিকশা হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে অটোরিকশাটি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইফ ফর লাইফ-এর সাধারণ সম্পাদক ও নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহ-সভাপতি এবং দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার, বৈশাখী টিভি ও মানবজমিনের প্রতিনিধি ইসাহাক আলী, অফিস সম্পাদক ও আমার দেশের প্রতিনিধি আব্দুস সালাম, ইসলামী চিন্তাবিদ ও টিভি ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা রুহুল আমিন জিহাদী, প্রচার সম্পাদক ও নয়া দিগন্তের নাটোর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, ‘লাইফ ফর লাইফ’ একটি অরাজনৈতিক, সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। সমাজের অসচ্ছল, হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানে সংগঠনটি শুরু থেকেই কাজ করে আসছে। শিক্ষাক্ষেত্রে আর্থিক অনুদান, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা, অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত মানুষের চিকিৎসা সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, সংগঠনটির মূল লক্ষ্য সমাজে মানবিক চেতনা ছড়িয়ে দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহযোগিতা করা। ভবিষ্যতেও লাইফ ফর লাইফ দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ পরিবারের হাতে অটোরিকশার চাবি তুলে দেন অতিথিবৃন্দ।