পাইকগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চালনায় স্মৃতি সৌধে প্রথমে উপজেলা প্রসাশন , এমপির প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, পাইকগাছা প্রেসক্লাব, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পূষ্প মাল্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন ও সফথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুবনেতা এম এম আজিজুল হাকিম, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, আওয়ামী লীগের পক্ষে উপজেলা সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, বিএনপির পক্ষে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক ডাঃ আঃ মজিদ ও এড জিএম আব্দুস সাত্তার, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি সম্পাদক এড. এফ এম এ রাজ্জাক ও এম মোসলেমউদ্দিন আহমেদের নেতৃত্বে পূষ্প মাল্য অর্পণ করেন ।

 

পরে সকাল ৮ টায় থানার সামনে বঙ্গবন্ধু চত্তরে কমিটির সভাপতি ওসি এজাজ শফী সহ-সভাপতি পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাক ও যুগ্ন-সম্পাদক শফিকুলের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাতুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু ,ওসি তদন্ত আশরাফুল আলম পূষ্প মাল্য অর্পণ করেন। সকালে সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।

 

সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা -কয়রা সংসদ সদস্য আলহাজ্ব আক্তারজজামান বাবু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,মেয়র সেলিম জাহাঙ্গীর,বিজন বিহারী সরকার, জিএম ইকরামুল ইসলাম,বিভুতী ভূষণ সানা, চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, প্রভাষক ময়নুল ইসলাম,হেমেশ চন্দ্র মন্ডল,এড শেখ আবুল কালাম আজাদ,এম এম আজিজুল হাকিম,এড শেখ আঃ রশিদ,বিএম আরেফিন, নাজমা খাতুন, শেখ জুলি, ফাতেমা তুজ জোহরা রুপা, ছাত্রনেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।অনুরুপ ভাবে দেলুটি ইউনিয়ন পরিষদের বিজয় দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে সকাল ১০ টায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানান দেলুটি ইউ পি চেয়ারম্যান বাবু রিপন কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন বিগরদানা পুলিশ ক্যাম্প ইনচার্জ শফিকুল ইসলাম,ইউ পি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, সুপদ রায়, আশিষ কুমার হালদার, চম্পক বিশ্বাস, ইউ পি সচিব নিরাপদ মল্লিক, যুবলীগের প্রসেনজিত মন্ডল মিঠু, রিপন রায়, কৃষ্ণপদ রায় সহ গ্রামপুলিশ বৃন্দ।