পাইকগাছায় ৩০বোতল ফেন্সিডিল সহ মহিলা আটক


পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ এক নারীকে গ্রেফতার করেছে। সে সোলাদানা ইউপির মন্টু শেখের স্ত্রী। ব্যবসার সাথে জড়িত বা আশ্রয় দাতাকে খুঁজছে পুলিশ। থানায় মাদকদ্রব্য আইনে স্বামী-স্ত্রীর নামে মামলা হয়েছে। মামলা সুত্র জানা যায়, উপজেলার সোলাদানা ইউপির ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত্যু হাতেম শেখের ছেলে মোঃ মন্টু শেখ দীর্ঘদিন ধরে মাদক বিকি কিনি করে আসছিল।

 

পাইকগাছা থানা পুলিশের এস আই তাকবীরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০ টার দিকে শিবসা ব্রিজ সংলগ্ন ভিলেজ পাইকগাছা গ্রামের মন্টু শেখের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মন্টু পালিয়ে যায় এবং তার স্ত্রী পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। গ্রেফতার কৃত আসামীর দেখানো মতে তাদের বসত ঘরের বারান্দায় সাদা  ককসিটের ভিতরে রাখা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

 

এ ঘটনায় পাইকগাছা থানায় অবৈধ ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখলে রেখে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনে ৩৬( ১) ধারা সরণীর ১৪(খ) অপরাধ করায় থানায় মামলা হয়েছে। ওসি এজাজ শফী বলেন মাদকের ব্যাপারে কাওকে ছাড় দেয়া হবেনা এবং সেল্টার দাতাদের খুজে বের করা হবে।