পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ওমান প্রবাসীর মেয়ে, দশম শ্রেণীর ছাত্রী (১৫) নিখোঁজ হলেও ৫ দিনেও উদ্ধার হয়নি। রবিবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কার্ত্তিকপাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুঠিয়া থানায় ১৯ অক্টোবর একটি সাধারণ ডায়েরী করা হয়। আর ২০ অক্টোবর ছাত্রীর মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, সেই নাবালিকা ছাত্রী (১৫) পুঠিয়া থানার বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে লেখাপাড়া করে। ১৯ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকাল ৭ টার দিকে সে প্রাইভেট পড়ার জন্য বাড়ী হতে বের হয়ে পুঠিয়া থানার কার্তিকপাড়া গ্রামস্থ পুঠিয়া টু তাহেরপুরগামী পাকা রাস্তার কার্তিকপাড়া পোড়াদহ ব্রীজের উপর উপস্থিত হওয়া মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে সেলিম ও তার সঙ্গে থাকা ৫ জন ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরন করিয়া মাইক্রোবাসে তুলে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। পরবর্তীতে সেই ছাত্রীকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিয়া না পেয়ে ১৯ তারিখে পুঠিয়া থানায় সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে ২০ অক্টোবর ছাত্রীর মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন।
নাবালিকা স্কুল ছাত্রীর মা শিরিনা বেগম জানান, আমার মেয়ে অপহরণ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরী এবং পরের দিন মামলা দায়ের করি। ঘটনাটি তদন্ত পূর্বক আমার মেয়েকে উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী করছি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার এসআই শামীম হোসেন জানান, তদন্ত অব্যহত আছে। আমরা মেয়েটিকে উদ্ধারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।