মোহাম্মদ বজলুর রশিদ, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ‘নীতি ও কার্যক্রমে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মূলধারায় অন্তর্ভূক্তিকরণ বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে খান ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম এবং পবা ও পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার।
কর্মশালায় খান ফাউন্ডেশনের ১৫ জন এবং পুঠিয়া উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন সংস্থায় কর্মরতদের মধ্যে থেকে আরও ১০ জন সর্বমোট ২৫ জন প্রশিক্ষণে অংশগ্রহন করেন।