পুঠিয়ায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২০ অনুষ্টিত 


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : মুজিববর্ষে কোভিড ১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২০ অনুষ্টিত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে পুঠিয়া উপজেলা প্রসাশনের সহযোগীতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই নিরাপদ শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমর আলী, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়া, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবির হাসান, সাংবাদিক মোহাম্মদ আলী প্রমূক।