প্রান্তিক জনগোষ্ঠীর চন্দ্রমল্লিকা ক্লাস্টার সিডিসি নেত্রীবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের চন্দ্রমল্লিকা ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শাহমখদুম ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নামকরণ করেছেন। এ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটেছে। এ প্রকল্পের আওতায় নিজেদের আত্ননির্ভরশীল ভাবে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। নারীর ক্ষমতায়নে এ প্রকল্পটি ভূমিকা রাখছে। এর মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নিজ নিজ কমিউনিটিতে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে তারা নিজেরা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে।

এর মাধ্যমে গৃহঋণ প্রদানসহ আগামীতে আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।  আগামীতে সরকারের এ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও যেন এর কার্যক্রম অব্যাহত থাকে সেলক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গৃহিত তহবিল দিয়ে প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ সোসাইটি নামে ব্যাংক প্রতিষ্ঠার কাজ শেষ পর্যায়ে। এর ফলে গঠিত তহবিলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সিডিসির সদস্যরা আরও বেশি উপকৃত হবেন।

মেয়র আরো বলেন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজশাহীর অর্থনৈতিক চাকাকে সচল করতে এ অঞ্চলে নৌবন্দর স্থাপনের অনেক দুর কাজ এগিয়েছে। এটি স্থাপিত হলে ভারত-বাংলাদেশ দুই দেশের নৌপথে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে। আর এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। যেখানে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সৃষ্টি হবে।

চন্দ্রমল্লিকা ক্লাস্টারের সভাপতি পলি খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার।

চন্দ্রমল্লিকা ক্লাস্টার নেত্রী সোমা খাতুন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শিহাব চৌধুরী, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নী, সিএইচডিএফের সভাপতি শামিয়া হক সহ বিভিন্ন ক্লাষ্টারের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, শাহমখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম পাপ্পু। মতবিনিময় সভায় চন্দ্রমল্লিকা ক্লাস্টারের ২২টি সিডিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।