বগুড়ায় সারজিস আলমের অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ


বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুষ্ঠানস্থলের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় চলাকালীন এ ঘটনা ঘটে।
নিক্ষেপ করা দু’টি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং এনসিপি’র সভায়ও কোন বিঘ্ন সৃষ্টি হয়নি।
বগুড়া জেলা এনসিপি নেতা ডা. সানি জানান, এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে তাদেও সমন্বয় সভা চলছিল। এসময় জেলা পরিষদ চত্বরে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। এরমধ্যে পুলিশ অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে সেটিকে নিস্ক্রিয় করার জন্য পানি ভর্তি বালতির ভেতরে রেখে দিয়েছে।
বগুড়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে দুপুর পৌণে ৩টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এনসিপি’র অস্থায়ী কার্যালয় উদ্বোধনের প্রাক্কালে  দলটির উত্তরাঞ্চীলয় মূখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের ব্রিফিং করেন।