বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন মুশফিক


ছন্দে আছেন মুশফিক। ছবি : মুশফিকুর রহিমের অফিসিয়াল ফেসবুক পেজ

বাংলাদেশের ক্রিকেটে ভরসার আরেক নাম মুশফিকুর রহিম। প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। তাকে এমনি এমনি ‘মি. ডিপেন্ডেবল’ ডাকা হয় না। যে কোনো পজিশনেই নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি।

বাংলাদেশ দলে এখন চলছে পরীক্ষা-নিরীক্ষা। নিজেরাই নিজেদের উপর চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন ক্রিকেটাররা। দলও ভালো খেলছে। চলতি বছরের পরিসংখ্যানও চমৎকার। সবমিলিয়ে তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ফেভারিট ভাবছেন মুশফিকুর রহিম।

এনটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মুশফিক বলেন, ‘সত্যি বললে ফেভারিট আমরা গত বিশ্বকাপেও ছিলাম। শেষ দুই ম্যাচ ছাড়া পুরো বিশ্বকাপেই ধারাবাহিকভাবে ভালো খেলেছি। কাগজে-কলমে এবারও আমরা ফেভারিটের তালিকায় আছি। আমার দৃঢ় বিশ্বাস এই বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ আছে।’

বর্তমান বাংলাদেশ দলে ছয় নম্বরে ব্যাট করছেন মুশফিক। সাফল্যও পাচ্ছেন। দল লাভবান হচ্ছে এতে। এ বিষয়ে মুশফিক বলেন, ‘২০১৫ সালে একবার কোচ আমাকে বলেছিলেন ছয় নম্বরে খেলতে। চন্ডিকাই (হাথুরুসিংহে) কোচ ছিলেন। তখন চার নম্বরে খেলতেন রিয়াদ ভাই (মাহমুদুল্লাহ)।’

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম। সামনে আফগানিস্তান সিরিজ। আছে এশিয়া কাপ। ছয় নম্বরে কতটা উপভোগ করছেন নিজের ব্যাটিং, সেই বিষয়ে বলেন, ‘দলের প্রয়োজনে আমি যেকোনো পজিশনেই খেলতে পারি। চারে যেমন উপভোগ করতাম, এখানেও করছি। ক্যারিয়ারের শুরুর দিকে আমি ৮/৯ তে-ও নেমেছি। আবার ওপেনিংয়ে নেমে ৯৮ রানের ইনিংস আছে।’

ক্রিকেটে ১৯ বছরের পথচলা মুশফিকের। এমন অভিজ্ঞতায় ভরা একজনের আত্মবিশ্বাসী থাকাটা দলের জন্য দারুণ ইতিবাচক।