মহাদেবপুরে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নেট্জ বাংলাদেশের সহযোগীতায় ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলার জন্তিগ্রাম টিএ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অহিংসা প্রকল্পের সমন্বয়কারী মোঃ ইব্রাহিম খলিল, শান্তি সহায়ক আনন্দশীল আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া প্রমুখ। দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগীতায় নাগরিক সংগঠনের সদস্যবৃন্দ জোয়ানপুর ও জন্তিগ্রাম টিএ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, কমিউিনিটির জনগণ ও কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেন।

পরে সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষ মিলে সম্প্রীতি বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।