স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ শ্লোগনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে হেলমেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর নামক স্থানে রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সড়ক বিভাগ, রাজশাহী এই অনুষ্ঠানের আয়োজন করেন।
জানা গেছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং মানসম্মত হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাননীয় উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর নির্দেশনার আলোকে প্রতিটি সড়ক বিভাগে একশত টি করে হেলমেট প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলার বেলপুকুর যাত্রী ছাউনি নামক স্থানে সড়ক বিভাগ রাজশাহী হেলমেট বিতরণ করেন।
এ সময় রাজশাহী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক, উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।