রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে বাগমারায় প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে রাজশাহী জেলার বাগমারায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় রাজশাহী জেলার বাগমারা উপজেলা সদরে হেলিপ্যাড মাঠ থেকে প্রচার মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হেলিপ্যাড মাঠে ফিরে গিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজোহা বাদশা, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নাসির উদ্দিন, উপজেলা তাতী দলের সভাপতি মামুনুর রশিদ, উপজেলা জিসাসের সভাপতি আঃ জলিল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যান ফন্টের সভাপতি বিধান চন্দ্র প্রাং, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ জব্বার খান ও সাধারণ সম্পাদক মুরতুজা মৃধা বকুল, ঝিকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।