

সোমবার (১৩অক্টোবর) রাতে শিবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এসময় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি তারেক রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মামুন উর রশিদ,
সহ-সাধারণ সম্পাদক মুক্ত খবরের উপজেলা প্রতিনিধি শামসুন্নাহার সোহানা,
কোষাধ্যক্ষ আমার বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিক ইসলাম সিকো,
নির্বাহী সদস্য বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাদিম হোসেন,বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম,
এবং কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ফরহাদ হোসেন।
নতুন সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন” হবে একটি অরাজনৈতিক, পেশাজীবী সংগঠন যা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে কাজ করবে।