শ্রীলঙ্কায় কারাপ্রধানের ফাঁসির রায়


প্রায় এক দশক আগে ২৭ বন্দীকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যার দায়ে শ্রীলঙ্কার এক শীর্ষ কারা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার রাজধানী কলম্বোর হাইকোর্ট সাবেক ওই কারা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছেন। খবর এপি ও আল জাজিরার।

খবরে বলা হয়, ২০১২ সালের নভেম্বরে ২৭ বন্দীকে হত্যার দায়ে কারা কমিশনার এমিল লামাহেওয়াজকে দোষী সাব্যস্ত করেছেন কলম্বো হাইকোর্ট। তবে তার সেই সময়ের সহযোগী পুলিশ কমান্ডো মোসেস রাঙ্গাজিওয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজধানী কলম্বোতে অবস্থিত শ্রীলঙ্কার প্রধান কারাগার ওয়েলিকাদায় এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৯ সালের জুলাইয়ে ওই দুই কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। সেই সময় কারাগারে মোট ২৭ জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়। কিন্তু মাত্র আটজনকে হত্যার প্রমাণ পাওয়া যায়।

পুলিশ কমান্ডোরা ওয়েলিকাদা কারাগারে পৌঁছে দাঙ্গার অবসান এবং বন্দীদের নিরস্ত্র করেন। সেই সময় অভিযোগ করা হয়, বন্দীরা কারারক্ষীদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিয়ে গুলি চালিয়েছিল।

দেশটির সরকারি আইনজীবীর মতে, আটজন বন্দীকে নাম ধরে ডেকে নিয়ে ফাঁসি কার্যকরের স্টাইলে তাদের গুলি চালিয়ে হত্যা করা হয়। অন্য বন্দীদেরও একইভাবে গুলি করে হত্যা করা হয়।

আদালতের নথিপত্র অনুযায়ী, অস্ত্রশস্ত্র এমনভাবে রাখা হয়েছিল যে, যাতে মনে হয়েছিল নিহত বন্দীরা অস্ত্র ছিনিয়ে কারারক্ষীদের গুলি চালিয়েছিলেন। তবে কে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন তা উল্লেখ করা হয়নি।

সেই সময় কারাগারের এই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে নেতৃত্বাধীন সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। মাহিন্দ রাজাপাকসে এখন দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।