৩ দিনে ১৫ কোটি : টাইগারের চেয়ে একটু এগিয়ে অজয়


‘রানওয়ে ৩৪’ ও ‘হিরোপন্তি টু’ সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

বক্স অফিসে অজয় দেবগনের ‘রানওয়ে ৩৪’ বড় সংগ্রহ করতে ব্যর্থ হলেও আগের দিনের তুলনায় গতকাল সংগ্রহ ৫০ শতাংশ বেড়েছে।

গত ২৯ এপ্রিল মুক্তি পায় অজয় দেবগন, অমিতাভ বচ্চন ও রাকুল প্রীত সিং অভিনীত ‘রানওয়ে ৩৪’। একই দিনে মুক্তি পায় টাইগার শ্রফ-তারা সুতারিয়া অভিনীত ‘হিরোপন্তি টু’। টাইগারের সিনেমাও দর্শক টানতে ব্যর্থ হয়েছে।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের খবর, মুক্তির তিন দিনে ‘রানওয়ে ৩৪’ ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছে ১৫.৫০ কোটি রুপি (নেট)। পোর্টালটির হিসাবে—শুক্রবার ৩.২৫ কোটি, শনিবার ৪.৭৫ কোটি, রোববার ৭.৫০ কোটি; মোট সংগ্রহ ১৫.৫০ কোটি রুপি (নেট)।

অন্যদিকে বলিউড বাবলের খবর, ‘হিরোপন্তি টু’ ভারতের বক্স অফিসে মুক্তির তিন দিনে সংগ্রহ করেছে ১৫ কোটি রুপি। পোর্টালটির হিসাবে—শুক্রবার ৬.২৫ কোটি, শনিবার ৪.৭৫ কোটি, রোববার ৪ কোটি; মোট সংগ্রহ ১৫ কোটি রুপি (নেট)।

তবে কন্নড় সুপারস্টার অভিনীত ‘কেজিএফ টু’ এখনও বক্স অফিসে শাসন জারি রেখেছে। একের পর এক রেকর্ড ভাঙছে সিনেমাটি। এ সিনেমার হিন্দি সংস্করণ সংগ্রহ করেছে ৩৬৯ কোটি রুপি। বিশ্ব বক্স অফিসে হাজার কোটির মাইলফলক ছুঁয়েছে এ সিনেমা।

‘হিরোপন্তি টু’ সিনেমা পরিচালনা করেছেন আহমেদ খান। টাইগার শ্রফের নায়িকা তারা সুতারিয়া। অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিও।

অন্যদিকে, ‘রানওয়ে ৩৪’ পরিচালনা করেছেন অজয় দেবগন নিজে। এ সিনেমায় অজয়-অমিতাভ-রাকুল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বোমান ইরানি ও অঙ্গীরা ধর।