উইঘুর নির্যাতনে চীনের বিরুদ্ধে তদন্ত নয়: আইসিসি


আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলিরা চীনের সংখ্যালঘু উইঘুর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশটির বিরুদ্ধে তদন্তের আহ্বান নাকচ করেছেন। সোমবার আইসিসির প্রধান কৌঁসুলি ফাতুহ বেনসোদার দপ্তর প্রকাশিত এক প্রতিবেদনে চীনের বিরুদ্ধে তদন্তের ব্যাপারে আইসিসির কৌঁসুলিদের অপারগতার তথ্য উঠে এসেছে।

চীনের উইঘুর সম্প্রদায়ের নির্বাসিত কিছু ব্যক্তি আইসিসির প্রতি তদন্তের ওই আহ্বান জানিয়েছিলেন। ১০ লাখের বেশি উইঘুরকে শিবিরে আটকে রাখাসহ গণহত্যা-মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ গত জুলাই মাসে আইসিসিতে দাখিল করেন সম্প্রদায়টির নির্বাসিত কিছু লোক।

ওই প্রতিবেদনে বলা হয়, চীনের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে তারা অক্ষম। কারণ, অভিযোগে যেসব ঘটনার কথা বলা হয়েছে, তা চীনের ভূখণ্ডে সংঘটিত হয়েছে।

আইসিসি কৌঁসুলির দপ্তরের প্রতিবেদনে বলা হয়, দ্য হেগ-ভিত্তিক আইসিসির সনদে স্বাক্ষরকারী দেশ নয় চীন। তার মানে, চীন আইসিসির সদস্য নয়। তাই চীনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের এখতিয়ার আইসিসির নেই।

চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছে। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবরাখবর আসছে।