পুঠিয়ায় কৃষি জমিতে পুকুর খননকারী ও ভেকু মালিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় কৃষি জমিতে পুকুর খননকারী ও ভেকু মালিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর ফারুক, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবীর হাসান, জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনেয়ারা, আওয়ামী লীগের নেতা আহসাউল হক মাসুদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, পুকুর খনন কারীর সাথে কোন আপোষ নেই। পুঠিয়া বাঁচাও আন্দোলনে উপজেলার কোথাও পুকুর খনন করা হবে না। এছাড়া রাস্তার পার্শ্বে পুকুর থাকার কারণে যেসব রাস্তা ভেঙ্গে গেছে সেই সব পুকুর মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে বলেন।