চাটমোহরসহ চলনবিলাঞ্চলে ঘন কুয়াশা আর তীব্র শীত বাড়ছে


আফতাব হোসেন: পাবনার ৯টি উপজেলাসহ চলনবিলাঞ্চলে ঘন কুয়াশা আর তীব্র শীত বাড়ছে। শীতের তীব্রতায় মানুষসহ পশুপাখি জবুথবু হয়ে পড়ছে। দিন ও রাতের তাপমাত্রা কমেছে আর বেড়েছে কুয়াশার তীব্রতা। 

পাবনাসদর, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সুজানগর, সাথিয়া, বেড়া, ঈশ্বরদীসহ চলনবিল অধ্যুষিত জনপদে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো প্রকৃতি। বিকেল থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারদিক। দুপুর অবধি কুয়াশায় ঢাকা থাকেছে জনপদ। গত দুইদিন এসব অঞ্চলে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। উত্তরের ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। বিল এলাকার দরিদ্র ও ছিন্নমূল মানুষ কষ্টে পড়েছে। পুরাতন শীত বস্ত্রের দোকানেও ভিড় বেড়েছে।

তীব্র শীতে বৃদ্ধ আর শিশুদের ঠান্ডাবাহিত রোগের প্রকোপ দেখা যাচ্ছে। স্থানীয় হাসপাতাল ও ডাক্তার খানায় এ ধরণের রোগীর ভীড় দেখা যাচ্ছে।

ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছে কৃষক। কুয়াশা থেকে বাঁচাতে চেষ্টা করছে ধানের চারা। বিভিন্ন উপজেলা প্রশাসন থেকে ইতোমধ্যে দরিদ্র শীতার্তদের জন্য কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।