পাবনায় পাথরভর্তি ট্রাকে ফেনসিডিল মদসহ আটক-২


পাবনা প্রতিনিধি: পাবনায় পাথরভর্তি ট্রাকে ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। ঢাকা-পাবনা মহাসড়কের পাবনার বেড়া উপজেলার কাগমারি এলাকা থেকে এসব নেশাদ্রব্য জব্দ করে পুলিশ।
এ সময় ট্রাক ও ট্রাকের চালকসহ দুজনকে আটক করা হয়। সোমবার (২০ অক্টোবর) বিকেলে তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ওসি এ.কে. এম হাবিবুল ইসলাম।
আটকরা হলেন, মানিকগঞ্জ দৌলতপুর থানার হাবিবুর রহমানের ছেলে ও ট্রাকচালক সামাউল (৩১) এবং একই এলাকার কুসুম মন্ডলের ছেলে ও ট্রাকের হেলপার রফিকুল (৩০)।
পুলিশ জানায়, কুমিলা থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে পাথর বোঝাই ট্রাকে ফেনসিডিলসহ নেশাদ্রব্য যাচ্ছে বলে গোপন সংবাদ ছিলো পুলিশের কাছে।
এর ভিত্তিতে ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া উপজেলার কাগমাইর এলাকায় ট্রাক থামালে তাতে ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ সময় এগুলো জব্দ করে ট্রাকচালক ও হেল্পারকে আটক করা হয়।
এ ব্যাপারে বেড়া মডেল থানার ওসি এ.কে. এম হাবিবুল ইসলাম বলেন, জব্দ করা নেশাদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকার মতো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটকদের আদালতে পাঠানো হবে।