বাইডেনের শিক্ষামন্ত্রী হচ্ছেন লাতিন বংশোদ্ভুত কারদোনা


নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শিক্ষামন্ত্রী হিসেবে লাতিন বংশোদ্ভুত মিগুয়েল কারদোনা’কে চূড়ান্ত মনোনয়ন দিলেন। বুধবার ডেলাওয়ারে ক্ষমতাগ্রহণের ১০০ দিনে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আশা জানিয়ে একথা ঘোষণা করেন বাইডেন।

৪৫ বছরের কারদোনা বর্তমানে কানেকটিকাট রাজ্যের শিক্ষা কমিশনার হিসেবে কর্মরত রয়েছে। এর আগে, তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের নতুন সরকার কাঠামোয় শীর্ষ স্থানগুলোতে গুরুত্ব পাচ্ছেন হিস্প্যানিক আমেরিকানরা।

এর আগে, হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে আলেহান্দ্রো মাজোরকাস এবং স্বাস্থ্য ও জনসেবা বিভাগের প্রধান হিসেবে মনোনীত হন জ্যাভিয়ার বেসেরা। এদের দু’জনই লাতিন বংশোদ্ভুত।

জো বাইডেন এর আগে জানিয়েছিলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐতিহাসিক হবে তার মন্ত্রিপরিষদ। সেটারই প্রতিফলন হচ্ছে তার মন্ত্রীসভা গঠনের প্রয়াসে।