মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের করণীয় সভা


মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমেমঙ্গলবারসকাল১০টায় শিশু বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের করণীয় শীর্ষক সভাঅনুষ্ঠিত হয়। শিশুবিবাহ বন্ধে কিশোর কিশোরীদেও কম্যুনিটি ক্যাম্পেইন বাস্তবায়ন শীর্ষক এই সভাই উনিসেফএর অর্থায়নে এবংএ্যাসোসিয়েশন ফরকম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর বাস্তবায়নে আয়োজনকরাহয়।

এ সময় এসিডির প্রকল্পসমন্বয়কারী মনিরুল ইসলামপায়েল, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ সচিব খায়রুল বাশার,ঘাসিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডেও আথরাই কিশোর কিশোরী ফোরামের সদস্যবৃন্দ এবংএসিডির প্রোগ্রাম অফিসার হুমায়ুনকবির, জুলেখা খাতুন ও রুপম কুমার দেব।সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন মনিরুল ইসলাম পায়েল।

আলোচনা সভায় শিশুবিবাহ,শিশু বিবাহের কুফল ও শাস্তি। প্রজনন স্বাস্থ্য অধিকার,বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে ও কিশোর কিশোরীদেরশিশু বিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরীরলক্ষ্যে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরী সম্পর্কে বিস্তারিতআলোচনাকরাহয়।