পুঠিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


পুঠিয়া প্রতিনিধিঃ ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশিষ বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুন প্রমুখ।