স্টাফ রিপোর্টারঃ জনপ্রিয় স্যাটালাইট টেলিভিশন বাংলা টিভি ৮ ম বর্ষ পেরিয়ে ৯ম বর্ষে পর্দাপন করায় রাজশাহীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে রাজশাহীতে বাংলা টিভি অফিসে রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হোসেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, নাট্য ব্যক্তিত্ব ও সাবেক সহকারী অধ্যাপক স্বপন কুমার নিয়োগী, বরেন্দ্র প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলা টিভির রাজশাহী প্রতিনিধি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর রাজশাহী ব্যুরো চীফ বিজয় ঘোষ, ক্যামেরা পার্সন ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার রাজশাহী ব্যুরো চীফ অজয় ঘোষ, সাংবাদিক সোহানুর রহমান, ফারুক হোসেন, সহ অনেকে উপস্থিত ছিলেন।